ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ি সদরে ৫টি ও মাটিরাঙায় সব ক’টি কেন্দ্র ঝুকিপূর্ণ

প্রকাশিত: ২৩:৫৫, ২৯ ডিসেম্বর ২০১৫

খাগড়াছড়ি সদরে ৫টি ও মাটিরাঙায় সব ক’টি কেন্দ্র ঝুকিপূর্ণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি সদরে ৫টি ও মাটিরাঙায় সব ক’টি কেন্দ্র ঝুকিপূর্ণ চিহিৃত করে দুই পৌরসভায় ভোটারবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যাব ও বিজিবি’র স্ট্রাইকিং ফোর্সসহ চার স্তরের বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। খাগড়াছড়ি সদর পৌরসভা রির্টানিং অফিসার এটি এম কাউছার হোসেন জানান, এ পৌরসভা ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাটিরাঙা পৌরসভার রির্টানিং অফিসার মোহাম্মদ নুরুল আলম জানান, এ পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের মধ্যে সব ক’টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করে অতিরিক্তি ফোর্স মোতায়েন করা হয়েছে। মাটিরাঙা পৌরসভায় এবার ভোটার সংখ্যা ১৫ হাজার ৫শ’ ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার –৮ হাজার ১৭১ এবং নারী ভোটার –৫ হাজার ৩৯৯ জন। এ দিকে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াজিদুজ্জামান পৌরসভা নির্বাচিনে দায়িত্বে কর্মকর্তা পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে নির্দেশনা দিয়েছে। অপর দিকে পুলিশ সুপার মো: মজিদ আলী দুপুরে এক ব্রিফিং-এ পুলিশ ও আনসার সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এদিকে বিকালে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাস্ক ও ব্যালট পেপারসহ ভোটের যাবতীয় উপকরণ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।
×