ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিচার হচ্ছে না কৃষ্ণাঙ্গ শিশু তামির হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশের

প্রকাশিত: ০৩:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৫

বিচার হচ্ছে না কৃষ্ণাঙ্গ শিশু তামির হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশের

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যেও ক্লেভেল্যান্ডে ১২ বছরের কৃষ্ণাঙ্গ শিশুকে গুলি করে হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে না। দেশটির এক গ্র্যান্ড জুরি সোমবার পুলিশ কর্মকর্তা টিমোথি লেহম্যানের বিরুদ্ধে অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় এক প্রসিকিউটর টিম ম্যাকগিন্টি এ কথা জানিয়েছেন। খবর বিবিসি ও ওয়েবসাইটের। তামির রাইস নামক ওই শিশুকে ২০১৪ সালের ২২ নবেম্বর একটি পার্কে গুলি করে হত্যা করে লেহম্যান। কাউন্টি প্রসিকিউটর জানান, তামিরের মৃত্যু হয়েছে ‘ওইদিন জড়িত সবার ভুল বোঝাবুঝির কারণে। কিন্তু পুলিশের বিরুদ্ধে অপরাধের কোন প্রমাণ পাওয়া যায়নি। দুই পুলিশ কর্মকর্তা মনে করেছিলেন, তারা বন্দুক হামলার মোকাবেলা করছিলেন। লেহম্যান বলেন, তামিরের হাতে থাকা বন্দুকটি তারা আসল মনে করেছিলেন এবং তারা তামিরকে তিনবার হাত ওপরে ওঠাতে বলেছিলেন। তামিরের পারিবারিক আইনজীবী জানান, এ বিষয়ে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। যদিও কাউন্টি প্রসিকিউটর জানান, সিদ্ধান্তটি ঘোষণা করার আগে তামিরের মা সামারিয়া রাইসের সঙ্গে তিনি কথা বলেছেন। এক বিবৃবিতে তামিরের পরিবার জানিয়েছে, এ ঘোষণায় তারা ‘মর্মাহত ও হতাশ’ কিন্তু ‘আশ্চর্য হননি’। বিবৃতিতে কাউন্টি প্রসিকিউটর গ্র্যান্ড জুরিকে ভুল পথে পরিচালিত করেছেন বলে অভিযোগ করা হয়েছে। সিরিয়ার জন্য অনুদান ব্রিটিশ কমেডিয়ান সাশা ব্যারন কোহেন ও তার স্ত্রী অভিনেত্রী ইসলা ফিশার ছয় লাখ ৭০ হাজার পাউন্ড যুদ্ধবিধ্বস্ত সিরীয়দের জন্য দান করেছেন। দেশটির উত্তরাঞ্চলের শিশুদের হামের টিকা এবং প্রতিবেশী দেশগুলোর থাকা সিরীয় শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয় ও পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে এ অর্থ দেন তারা। - বিবিসি কুকুরের মরণোত্তর পদক ফ্রান্স পুলিশের ডিজেল (৭) নামের একটি কুকুরকে বীরত্বসূচক মরণোত্তর পিডিএসএ-ডিকিন পদক দেয়া হচ্ছে। পশুদের দেয়া এই সম্মাননাকে ভিক্টোরিয়া ক্রস বলা হয়। পদকটি নববর্ষের এক অনুষ্ঠানে পুলিশের হাতে তুলে দেয়া হবে। ১৯৩৪ সাল থেকে এ পর্যন্ত ৩০টি কুকুর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরী বার্তাবাহী ৩২টি কবুতর, তিনটি ঘোড়া ও একটি বিড়ালকে এ পদক দেয়া হয়েছে। ডিজেল ফরাসী এলিট পুলিশ ইউনিট রেইডের সদস্য ছিল। ১৮ নবেম্বর এক অভিযানে প্যারিসের একটি ফ্ল্যাটে ডিজেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। - বিবিসি
×