ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘যৌনদাসী’ প্রশ্নে এবার জাপানকে ক্ষমা চাওয়ার আহ্বান তাইওয়ানের

প্রকাশিত: ০৩:৫০, ৩০ ডিসেম্বর ২০১৫

‘যৌনদাসী’ প্রশ্নে এবার জাপানকে ক্ষমা চাওয়ার আহ্বান তাইওয়ানের

‘যৌনদাসী’ প্রশ্নে এবার জাপানকে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়েছে তাইওয়ান। আবেগতাড়িত এই ইস্যু নিয়ে টোকিও ও সিউলের মধ্যে একটি চুক্তি হওয়ার পর তাইওয়ান এ আহ্বান জানাল। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ার নারীদের যৌনদাসী করার প্রশ্নে জাপান আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে এবং ১শ’ কোটি ইয়েন ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সামরিক পতিতালয়গুলোতে দক্ষিণ কোরিয়ার এসব নারীকে জোরপূর্বক নিয়োগ করা হয়েছিল। এসব নারী ‘যৌনদাসী’ নামে পরিচিত। এ ইস্যুতে সিউল ও টোকিওর মধ্যে সোমবার একটি চুক্তি হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ চুক্তি দুই দেশের সম্পর্কে নতুন যুগের সূচনা করেছে উল্লেখ করে এর প্রশংসা করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেউ তাইওয়ানের যৌনদাসীদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নিতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। জাপান ১৮৯৫-১৯৪৫ পর্যন্ত তাইওয়ান শাসন করেছে। মা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাইওয়ানের নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহারের জন্য জাপান সরকারকে ক্ষমা চাওয়া ও ওইসব নারীকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি। আমরা আশা করি, যৌনদাসীদের কল্যাণ ও মর্যাদা দিতে জাপান সরকার সর্বোত্তম চেষ্টা করবে এবং আমাদের এ অবস্থানের কোন পরিবর্তন হয়নি। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লিন বলেন, এ ইস্যুতে টোকিওর সঙ্গে আরও আলোচনার আহ্বান জানিয়েছে তাইপে। আমরা আশা করি, অদূর ভবিষ্যতে এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হবে। জাপান আমাদের দাবি অনুধাবন করতে পারবে এবং আমাদের দাবি বিবেচনায় আগ্রহী হবে।
×