ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণীর মেধাবী ছাত্র ইকবালকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৫

নবম শ্রেণীর মেধাবী ছাত্র ইকবালকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ নবম শ্রেণীর মেধাবী ছাত্র ইকবাল হোসেনের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে ভারতের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বাঁচাতে প্রায় ৫০ লাখ টাকা দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু ইকবালের মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়নের আবদুর রহমান ও রোকেয়া বেগমের সন্তান ইকবাল হোসেন। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। চিকিৎসার পেছনে তাদের সহায়সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, ইকবাল হোসেনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন ইকবালের পিতা আবদুর রহমানের এই মোবাইল নম্বরে-০১৮২০২৮১৬৪১। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-আবদুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পটিয়া শাখা, চট্টগ্রাম, হিসাব নং -০১৫২১২২০০০৭২৫৮১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×