ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে মেগা বিচ কার্নিভ্যাল কাল থেকে

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ ডিসেম্বর ২০১৫

কক্সবাজারে মেগা বিচ কার্নিভ্যাল কাল থেকে

স্টাফ রিপোর্টার ॥ পর্যটন বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেগা বিচ কার্নিভ্যাল। এ কার্নিভ্যাল সফল করতে কক্সবাজার এখন নতুন সাজে সেজেছে। কার্নিভ্যাল উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান খান কবির। গত ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এবং কক্সবাজারের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে জমকালো অনুষ্ঠানে শুরু হয় কার্নিভ্যালের ক্ষণ গণনা। তিন দিনব্যাপী এ কার্নিভ্যালকে সামনে রেখে পৃথিবীর দীর্ঘ সমুদ্রসৈকত বর্ণিলভাবে সাজবে। প্রতিদিন সুর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের সেরা শিল্পীদের গান, স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, নৃত্য পরিবেশনা, আতশবাজিসহ নানা আয়োজন থাকবে। পুরো সৈকতকে উৎসবের আবহ তৈরি করা হবে। মেলা বিভিন্ন অনুষঙ্গের মধ্যে থাকছে রকমরি খাবারের প্রদর্শনী, লোকশিল্পের প্রসার, সারাদেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহকে তুলে ধরার আলাদা আয়োজন, ঘুড়ি উৎসব, প্রদর্শনী, বিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্ফিং, বালুর ভাস্কর্য তৈরি, আলোকচিত্র প্রদর্শনীসহ ৬৯টি ইভেন্ট। সেই সঙ্গে সমুদ্রসৈকতকে পরিচছন্ন রাখার জন্য সচেতনামূলক বিভিন্ন আয়োজনও থাকছে।
×