ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরস্ক-ইসরাইলের কূটনৈতিক তৎপরতা

প্রকাশিত: ০৫:৪৭, ৩০ ডিসেম্বর ২০১৫

তুরস্ক-ইসরাইলের কূটনৈতিক তৎপরতা

পরাশক্তি রাশিয়ার সঙ্গে সম্পর্কোচ্ছেদের কারণে তুরস্ক বর্তমান বিশ্বে বেশ কোণঠাসা। আইএস জঙ্গীদের সঙ্গে তেল বাণিজ্যের সংশ্লিষ্টতার অভিযোগও উঠে দেশটির প্রেসিডেন্ট এরদোগানের পরিবারের বিরুদ্ধে। ইরাক সরকারও জাতিসংঘে দেশটির বিরুদ্ধে অভিযোগ করে এবং ইরাক হতে তুরস্কের সৈন্য ফিরিয়ে নেওয়ার দাবি করে। এমন কোণঠাসা অবস্থায় তুরস্ক অবস্থা বেগতিক দেখে পুরনো বন্ধু ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের তোরজোর শুরু করে। ইতোমধ্যে দেশ দুটি পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পক্ষে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র : আরটিনিউজ
×