ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৫

একাদশ শ্রেণির পড়াশোনা

১. ছয়দফা আন্দোলনের যে গুরুত্ব তা হলো- র. স্বৈরশাসনের শোষণ-নির্যাতন থেকে মুক্তি রর. অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি ররর. মুসলামান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়ে মুক্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. কে ২৬ মার্চ প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন? ক) শেখ মুজিবুর রহমান খ) মেজর জিয়াউর রহমান গ) খন্দকার মোশতাক আহমদ ঘ) জহুর আহমেদ চৌধুরী ৩. মুক্তিযুদ্ধের সময় টঘঐঈজ যে ধরনের কাজ করেছে তা হলো- র. শরণার্থীকে খাবার দেয়া রর. চিকিৎসা দেয়া ররর. শরণার্থীদের মাঝে ওষুধ সরবরাহ করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪. কোন পশ্চিম পাকিস্তানীরা ব্যাপকহারে চাকরি লাভ করে? ক) বৈষম্যের কারণে খ) বাঙালীদের ঠকিয়ে গ) রাজধানী করাচি হওয়ায় ঘ) উচ্চশিক্ষিত বলে ৫. ১৯৫২ সালে ভাষা আন্দোলনে প্রথম শহীদ ব্যক্তি কে? ক) রফিক খ) শফিক গ) সালাম ঘ) বরকত ৬. মুক্তিযুদ্ধের খবর বহির্বিশ্বে প্রচার করত- র. আকাশ বাণী কলকাতা রর. বিবিসি ররর. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ ) র, রর ও ররর ৭. ‘অন্ধকূপ হত্যা’ নামে পরিচিত হত্যাকা-ে কতজন ইংরেজকে একটি ঘরে বন্দী করে রাখা হয়েছিল? ক) ১৩১ জন খ) ১৪০ জন গ) ১৪১ জন ঘ) ১৪৬ জন ৮. চৌদ্দ দফা উত্থাপন করেন কে? ক) এ কে ফজলুল হক খ) স্যার জন সাইমন গ) মওলানা ভাসানী ঘ) মুহম্মদ আলী জিন্নাহ ৯. কার পৃষ্ঠপোষকতায় বাংলায় ছাপাখানা স্থাপিত হয়? ক) চার্লস উইলকিনস-এর খ) লর্ড ক্লাইভ-এর গ) ওয়ারেন হেস্টিংস-এর ঘ) লর্ড কার্জন-এর ১০. মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- র. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী রর. কমরেড মনি সিংহ ররর. অধ্যাপক মোজাফফর আহমদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১. সুবেদার শায়েস্তা খানের কৃতিত্ব পর্তুগিজদের যে স্থান থেকে বিতাড়নের ক্ষেত্রে দেখা যায়- র. হুগলি রর. চট্টগ্রাম ররর. সন্দ্বীপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ১২. কার নেতৃত্বে ১৯৬৮ সালের নবেম্বর মাসে ছাত্র অসন্তোষ আন্দোলন গণ-আন্দোলনের রূপ নেয়? ক) শেখ মুজিবুর রহমানের খ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর গ) তাজউদ্দিন আহমদের ঘ) মনসুর আলীর ১৩. হায়দার আলীর ছেলে কে? ক) টিপু খ) লিংকন গ) সুজা ঘ) মহিউদ্দীন ১৪. মৌলিক গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? ক) ইস্কাদার মীর্জা খ) আইয়ুব খান গ) মোহাম্মদ আলী জিন্নাহ ঘ) ইয়াহিয়া খান ১৫. জাহিদুল ইসলাম রাষ্ট্রপতির অনুপস্থিতে পদাধিকার বলে বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পান। তার সঙ্গে নিম্নের কার সাদৃশ্য রয়েছে? ক) শেখ মুজিবুর রহমান খ) সৈয়দ নজরুল ইসলাম গ) তাজউদ্দীন আহমদ ঘ) এম মনসুর আলী ১৬. পাক-ভারত প্রথম যুদ্ধ কত সালে শুরু হয়? ক) ১৯৫২ খ) ১৯৬৫ গ) ১০৬৯ ঘ) ১৯৭০ সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (ঘ) ৯. (গ) ১০. (ঘ) ১১. (গ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (খ)
×