ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোটকেন্দ্র দখলের লড়াই : সাতকানিয়ায় গুলিতে নিহত ১

প্রকাশিত: ২১:৩৭, ৩০ ডিসেম্বর ২০১৫

ভোটকেন্দ্র দখলের লড়াই : সাতকানিয়ায় গুলিতে নিহত ১

অনলাইন রিপোর্টার ॥ চট্টগ্রামে সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন (৪৮) পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াদের পাড়ার আব্দুর রহিমের ছেলে। মহেশখালীতে তার একটি লেপের দোকান আছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জোবায়ের কর্মী বলে জানা গেছে। এ ঘটনা স্বীকার করে জেলা পুলিশ সুপার একে এম হাফিজ আক্তার জানান, সাতকানিয়ায় গুলি বিনিময়ের ঘটনায় নুরুল আমিন নামে ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ভোটকেন্দ্রের কোন সমস্যা হবে না।
×