ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সপ্তাহে দুই মিলিয়ন ডলার খরচ করবেন ট্রাম্প

প্রকাশিত: ২২:০০, ৩০ ডিসেম্বর ২০১৫

সপ্তাহে দুই মিলিয়ন ডলার খরচ করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন নির্বাচনে প্রচারণার জন্য তিনি প্রতি সপ্তাহে দুই মিলিয়ন ডলার (১৬ কোটি টাকা) খরচ করবেন। প্রাইমারির আগে মি: ট্রাম্প আইওয়া,নিউ হ্যাম্পশায়ার এবং সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ব্যাপক প্রচারণা চালাবেন। বিত্তশালী হিসেবে পরিচিত মি: ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি তার নির্বাচনী প্রচারণার খরচ নিজেই বহন করবেন। কোন লবিস্ট গ্রুপ কিংবা অন্যকোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি কোন অর্থ গ্রহণ করবেন না। নিজের প্রচারণার সময় এখনো পর্যন্ত মি: ট্রাম্প যেসব বক্তব্য রেখেছেন, সেগুলো বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত বলে তিনি যে মত দিয়েছেন, সেটি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। এছাড়া তার প্রতিযোগী হিলারী ক্নিনটনকে নিয়েও মি: ট্রাম্প বিরূপ মন্তব্য করেছেন। এদিকে নিউইয়র্কের সাবেক গভর্নর জর্জ পাটাকি রিপাবলিকান দলের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। সংবাদদাতারা বলছেন পাটাকি নির্বাচনের দৌড়ে কোন প্রভাব ফেলতে পারেননি।
×