ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে জঙ্গী সন্দেহে মিয়ানমারের চার নাগরিক আটক

প্রকাশিত: ২২:০৬, ৩০ ডিসেম্বর ২০১৫

কক্সবাজারে জঙ্গী সন্দেহে মিয়ানমারের চার নাগরিক আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে উখিয়ার দারুল হিকমা আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে জঙ্গী সন্দেহে মিয়ানমারের ৪ মৌলভীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। আটকরা হচ্ছে- ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল বার্মায়াইয়া দেলোয়ার হোসেন (৩৫) ফরিদ আলম (৩৩) নুরুল আলম (৩৬) ও ছৈয়দ আলম। এদেরকে আটকের পর পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয়দের অনেকে জানায়, ওই প্রতিষ্ঠানটির ভেতরে কী হয়, সে ব্যাপারে কারো স্পষ্ট ধারণা নেই। তবে আছে কেবল অভিযোগ, সন্দেহ আর গুজব। তারা জানান, মিয়ানমারের একটি জঙ্গী সংগঠনের সঙ্গে এটির পরিচালকদের সংশ্লিষ্টতা রয়েছে। কেবল স্থানীয় লোকজন নয়, দেশের নানা প্রান্ত থেকে আসা লোকজন এটি পরিচালনা করে থাকে। মাঝে মাঝে পাকিস্তানি ও সৌদি নাগরিকরা পরিদর্শনে আসেন ওখানে।
×