ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

প্রকাশিত: ২২:০৭, ৩০ ডিসেম্বর ২০১৫

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন চলছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে। বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, বেলা ১২টা পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে কেনাবেচা হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৮৬ টি শেয়ার। শেয়ার গুলো কেনাবেচা হয়েছে ৩৪ হাজার ৯৯৬ বার হাত বদলের মাধ্যমে। লেনদেন হওয়া ১২১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। অন্যদিকে এই সময়ের মধ্যে বাজার তালিকাভুক্ত ৯৯টি কোম্পানির শেয়ারের দর কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আজ লেনদেনে এগিয়ে রয়েছে প্রকৌশল খাত। এখন পর্যন্ত মোট লেনদেনে প্রায় ২৩ শতাংশ জুড়ে এ খাতের অবদান। এখন পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে বেক্সিমকো, ডেলটা লাইফ, বেক্সিমকো ফার্মা, এমারেল অয়েল ও আফতাব অটোস।
×