ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় বিএনপি’রসহ ৩ মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশিত: ২২:৫৩, ৩০ ডিসেম্বর ২০১৫

আখাউড়ায় বিএনপি’রসহ ৩ মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও ভোটকেন্দ্র থেকে এজেন্টদের জোর পূর্বক বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগ এনে ৩ মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবুল ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া। দুপুরে সাড়ে ১১ টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান বাবুল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা করেন। দুপুর ১২টায বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন। আখাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে হাজী মো. মন্তাজ মিয়া সাংবাদিকদের জানান, নির্বাচনে ব্যাপক কারচুপি এবং আওয়ামীলীগ প্রার্থীর লোকজন দেবগ্রাম বাসে ১০টি কেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেয়। পাশাপাশি দল বেধে তারা নৌকা প্রতীকে সিল মারছে। এ ঘটনায় আমি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে মৌখিক ভাবে জানাই। কিন্তু তিনি না শোনার ভান করেন। তাই বাধ্য হয়ে আমি নির্বাচন থেকে সরে এসেছি।
×