ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

প্রকাশিত: ২২:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৫

নেত্রকোনায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ ডিসেম্বর ॥ নেত্রকোনার পাঁচটি পৌরসভার ৬১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকাল তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায়ও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। কিছু কেন্দ্রে সকালের দিকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন ছোট হতে থাকে। পর্যাপ্ত সংখ্যক ভোট কক্ষ থাকায় কোন কেন্দ্রেই ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়নি। নেত্রকোনা শহরের চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দত্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে এসব কেন্দ্রে বেলা দুইটা পর্যন্ত প্রায় ৫০ ভাগ ভোট পড়েছে। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বেলা দেড়টায় নেত্রকোনা পৌরসভার দত্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খান (নৌকা) সাংবাদিকদের জানান, ভোটের পরিবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং স্বাভাবিক। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।
×