ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে কাতার

প্রকাশিত: ২৩:২৯, ৩০ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে কাতার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। দোহায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আশুদ আহমেদকে মঙ্গলবার এ পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ বিন সালেহ আল খুলায়ফি। আজ বুধবার বাংলাদেশে এ খবর জানানো হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, কাতারের সেবা ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে পেশাগত ও দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে কাতারে ২ লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। দক্ষ জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের প্রস্তুতি নিয়েও এসময় কথা বলেন রাষ্ট্রদূত। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কাতার মন্ত্রী।
×