ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিডিপিতে নির্মাণ খাতের অবদান ৭ শতাংশ

প্রকাশিত: ০০:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৫

জিডিপিতে নির্মাণ খাতের অবদান ৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোট দেশজ উৎপাদন (জিডিপি) এ নির্মাণ শিল্পের অবদান বাড়ছে। নির্মাণ জরিপ ২০১৩-১৪ এর চূড়ান্ত প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ বিনিয়োগ হয় তার ৭০ থেকে ৭৫ শতাংশ হয় নির্মাণ খাতে। জিডিপিতে এই শিল্পের অবদান প্রায় ৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার প্রতিবেদনটি প্রকাশ করেছে। রাজধানীর আগার গাঁও এ পরিসংখ্যান ভবন সম্মেলনে কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আবদুল ওয়াজেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় হিসাব উন্নয়ন কর্মসূচী পরিচালক জিয়াউদ্দিন আহমেদ।
×