ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় বিএনপি ও বিদ্রোহী মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশিত: ০০:৫৩, ৩০ ডিসেম্বর ২০১৫

ভালুকায় বিএনপি ও বিদ্রোহী মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ ॥ ভালুকা পৌরসভা নির্বাচন বুধবার সকাল থেকে বিকেণ ৪ টা পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে । পৌরসভার ৯ টি কেন্দ্রের মাঝে একটি কেন্দ্রের গোলযোগের কারনে উপজেলা রিটার্নিং কর্মকর্তা (৭ নং ওয়ার্ড) দক্ষিণ ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন । এছাড়াও উপজেলা পরিষদ সংলগ্ন শাপলা বিদ্যানিকেতন কেন্দ্রে প্রায় দুই ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। এদিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান (ধানের শীষ) বেলা ১ টায় তার নিজ বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যালট পেপার ছিনতাই, তার এজেন্টদের বের করে দেয়া ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং পূণ:নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে অভিযোগ করেন। এর আগে বিএনাপর বিদ্রোহী মেয়র প্রার্থী আলহাজ্ব মফিজ উদ্দিন সরকার (জগ) প্রতিক একই অভিযোগ এনে তিনিও নির্বাচন বর্জণ করেন। বেলা ১২ টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জণের ঘোষণা দেন।
×