ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা হ্যান্ডবলের ফল

প্রকাশিত: ০৩:১৮, ৩০ ডিসেম্বর ২০১৫

জাতীয় মহিলা হ্যান্ডবলের ফল

স্পোর্টস রিপোর্টার॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় “এক্সিম ব্যাংক ২৬তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের খেলা গতকাল বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সকালের খেলায় বিজেএমসি ২৯-৫ গোলে ঢাকা জেলাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৬-২ গোলে এগিয়ে ছিল। বিজেএমসি’র পক্ষে সাহিদা ৮ গোল এবং ঢাকা জেলার পক্ষে সামাহা ৩ গোল করেন। অপর খেলায় বাংলাদেশ আনসার ৩৫-১০ গোলে যশোর জেলাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৯-৩ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশ আনসারের পক্ষে মাসুদা ১০ ও হ্যাপী ৬ গোল এবং যশোর জেলার পক্ষে টুম্পা ৬ গোল করেন। দুপুরে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ ১৭-১০ গোলে ঢাকা জেলাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১০-৪ গোলে এগিয়ে থাকে। বাংলাদেশ পুলিশের পক্ষে হাসিনা ৬ গোল এবং ঢাকা জেলার পক্ষে সামাহা ৮ গোল করেন। অন্য ম্যাচে নওগাঁ জেলা ১৩-৭ গোলে যশোর জেলাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৮-৩ গোলে এগিয়ে ছিল। নওগাঁ জেলার পক্ষে নাজমীন আক্তার ও নূরজাহান ৪ গোল এবং যশোর জেলার পক্ষে তাহমিনা ৪ গোল করেন।
×