ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেসির সিটিতে আসা কঠিন : অ্যাগুয়েরো

প্রকাশিত: ০৩:১৯, ৩০ ডিসেম্বর ২০১৫

মেসির সিটিতে আসা কঠিন : অ্যাগুয়েরো

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন ধরেই গুঞ্জন, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন লিওনেল মেসি। মেসির জাতীয় দলের সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো অনেকবারই এমন ইঙ্গিত দিয়েছেন। তবে এবার ম্যানসিটি তারকা নিজেই বললেন, তার অধিনায়ককে ইতিহাদে পাওয়া কঠিন। অ্যাগুয়েরো বার্সিলোনা ছেড়ে মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। ক্যাটালানদের সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাগুয়েরো মঙ্গলবার সাক্ষাতকারে বলেন, মেসির জন্য বার্সিলোনা ছাড়া খুব কঠিন। কারণ সে অনেক ছোট থেকে সেখানে খেলছে। তার জন্য অন্য দলের কথা ভাবা সহজ নয়। আশার সুরে অবশ্য অ্যাগুয়েরো বলেন, আশা করি, সে সিটিতে আসুক। কিন্তু এটা অবশ্যই ওই খেলোয়াড়ের সিদ্ধান্ত এবং আমি মনে করি, সে বার্সিলোনায় খুব স্বস্তি আর শান্তিতে আছে। এদিকে সাম্প্রতিক সময়ে জোর গুঞ্জন, নেইমারকে বার্সা থেকে ছিনিয়ে নিতে পারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে এটিকে অনুমাননির্ভর খবর বলে উড়িয়ে দিয়েছেন বার্সিলোনা কোচ লুইস এনরিকে। স্পেনের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, রিয়ালের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ যে কোনো মূল্যে ব্রাজিলের অধিনায়ক নেইমারকে দলে নিতে চান। উদাহরণ হিসেবে ২০০০ সালে তখনকার বিশ্বের অন্যতম সেরা তারকা লুইস ফিগোর নূক্যাম্প ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার প্রসঙ্গটি বলা হয়। এই পর্তুগিজ তারকার ‘বাই আউট ক্লজ’ এর অর্থ পরিশোধ করে তাকে দলে ভিড়িয়েছিল মাদ্রিদের ক্লাবটি। তবে এবার তেমন কিছু হবে না বলেই বিশ্বাস বার্সা কোচ এনরিকের। সাংবাদিকদের তিনি বলেন, এগুলো গতানুগতিক ফুটবল গুজবের অংশ। নেইমার কোথাও যাবেনা। সে আমাদের সঙ্গেই থাকছে। এদিকে দুইবারের বিশ্বকাপজয়ী তারকা ব্রাজিলের রোনাল্ডো বলেছেন, বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে লিওনেল মেসিই কমপ্লিট ফুটবলার। সাক্ষাতকারে বড় রোনাল্ডো বলেন, আমার পছন্দ মেসি। সে ক্রিশ্চিয়ানোর চেয়ে সবদিক থেকে এগিয়ে। আমার ধারণা সে পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি’অর জয় করতে চলেছে।
×