ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০১৬ সাল চ্যালেঞ্জের বছর : মাশরাফি

প্রকাশিত: ০৩:২২, ৩০ ডিসেম্বর ২০১৫

২০১৬ সাল চ্যালেঞ্জের বছর : মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে বাংলাদেশের সেরা অধিনায়ক কে? প্রশ্নটি উঠতেই একটা সময় সবার চোখের সামনে যে নামটি ভাসত, সেই নাম-হাবিবুল বাশার সুমন। কিন্তু এরপর সেই স্থানটি দখল করেছেন সাকিব আল হাসান। এখন সেই আসনটি মাশরাফি বিন মর্তুজার দখলে চলে গেছে। ২৮ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে যে ২০টিতেই জয় তুলে নিয়েছেন মাশরাফি। ৭১.৪২ ভাগ সাফল্য তার ওয়ানডে অধিনায়কত্ব ক্যারিয়ারে যুক্ত হয়ে গেছে। এ ফরমেটে সাফল্য বিবেচনায় তার ধারেকাছে নেই এখন কোন বাংলাদেশি অধিনায়ক। ২০১৫ সালে তার ‘জাদু’ই যেন মিলেছে। এ বছরে মাশরাফির নেতৃত্বে ১৮ ম্যাচ খেলে বাংলাদেশ। যার ১৩টিতেই জয় পায় মাশরাফির দল। এজন্য বছরটিতেও অন্য যে কোন বছরের চেয়ে বেশি সাফল্যের রঙ লেগেছে। এবার সেই সাফল্য নতুন বছরেও, ২০১৬ সালেও ধরে রাখার পালা। শুক্রবার থেকেই যে বছর শুরু হয়ে যাবে। তা কী ধরে রাখা সম্ভব? বাংলাদেশের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি চ্যালেঞ্জই দেখছেন। বলেছেন, ‘২০১৬ সাল চ্যালেঞ্জের বছর।’ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে। প্রথমবারের মত ভারতকে সিরিজে হারায়। আবার দক্ষিন আফ্রিকাকেও প্রথমবারের মত সিরিজে হারায়। স্বর্ণময় বছর গেছে। জিম্বাবুইয়েকেও বছরের শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে দেয় বাংলাদেশ। আর তাই ৫ টেস্ট খেলে ১টি হার ও ৪টিতে ড্র এবং ৫ টি২০ খেলে ২টিতে জয় সাফল্যে একচুলও ব্যর্থতার ছোয়া লাগাতে পারছেনা। এবার বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জে শুধু টি২০ই মিলছে। জিম্বাবুইয়ের বিপক্ষে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে টি২০ সিরিজ শুরু হবে। এরপর এশিয়া কাপ হবে। সেটিও টি২০ ফরমেটেই হবে। এশিয়া কাপ শেষ হতেই শুরু হবে ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ। যে বিশ্বকাপে প্রথম পর্বের গন্ডি অতিক্রম করলেই বাংলাদেশ খেলবে সেরা ১০ এ। বিশ্বকাপ শেষে জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট খেলা হতে পারে। আগস্টে ভারতে গিয়ে প্রথমবারের মত টেস্ট খেলতে পারে বাংলাদেশ। অক্টোবরে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ডিসেম্বরে নিউজিল্যান্ডে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২টি২০ খেলতে যাবে বাংলাদেশ। তবে আপাতত এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপই মুল লক্ষ্য থাকছে। সামনে শুধু টি২০ খেলাই। আর যে খেলায় বাংলাদেশ খুবই দুর্বল। বিপিএলের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ‘সেলিব্রেশন অব ভিক্টোরি’ অনুষ্ঠান শেষে এজন্যই চ্যালেঞ্জটা বেশি বলে জানিয়েছেন মাশরাফি। বলেছেন, ‘সামনে জাতীয় দলের খেলা আসছে, অনেক বড় বড় টুর্নামেন্ট (এশিয়া কাপ এবং বিশ্বকাপ) আসছে। তাই আমাদের পুরো লক্ষ্যটাই ওই দিকে। তিন তারিখ পর্যন্ত আমাদের ছুটি রয়েছে। তাই সবাই যে যার মতো সময় কাটাচ্ছে। তিন তারিখ থেকে আমাদের সবাই ক্যাম্পে ফিরবেন কারণ অনেক বড় চ্যালেঞ্জ সামনে আসছে।’ সঙ্গে যোগ করেন, ‘এখন আমাদের আসল চ্যালেঞ্জ। বলা যায়, এখন থেকে পরীক্ষার শুরু হলো। তবে মনে রাখতে হবে, ২০১৬ সালের প্রথম কয়েকটা মাস আমরা টি২০ই বেশি খেলব। এই ফরম্যাটে আমরা তিন ফরম্যাটের মধ্যে এখনও সবচেয়ে দুর্বল। ফলে আমাদের ভালো করার দারুণ চেষ্টা থাকবে, তবে কাজটা সহজ হবে না।’
×