ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এলজাবিয়েতার জীবনাবসান

প্রকাশিত: ০৩:২৩, ৩০ ডিসেম্বর ২০১৫

এলজাবিয়েতার জীবনাবসান

স্পোর্টস রিপোর্টার॥ সাবেক অলিম্পিক তারকা পোল্যান্ডের এলজাবিয়েতা ক্রেজিনস্কা আর নেই। ১৯৫৬ সালে মেলবোর্নে হওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকে লং জাম্পে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। ৮১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করলেন। পোলিশ এ্যাথলেটিক্স ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানায়। ওয়ারশে জন্ম নেয়া এলজাবিয়েতা ১৯৫৬ সালে বুদাপেস্টে ৬.৩৫ মিটার লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। একই বছর সমান দূরত্ব অতিক্রম করে তিনি মেলবোর্ন অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন। চার বছর পর রোম অলিম্পিকে রৌপ্য জেতেন তিনি। হেরে যান সোভিয়েত ইউনিয়নের ভেরা ক্রেপকিনার কাছে হেরে। এবার তিনি লাফিয়েছিলেন ৬.২৭ মিটার। এছাড়াও এলজাবিয়েতা দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসের সেরা হয়েছিলেন। পেশাগতভাবে একজন দাঁতের ডাক্তার ছিলেন এলজাবিয়েতা। ২০০১ সালে নিজ দেশ পোল্যান্ডে ফেরেন তিনি। এর আগে পর্যন্ত প্রায় দুই যুগ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এলজাবিয়েতা।
×