ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের কোচ থাকছেন মারুফুল

প্রকাশিত: ০৩:২৩, ৩০ ডিসেম্বর ২০১৫

জাতীয় দলের কোচ থাকছেন মারুফুল

স্পোর্টস রিপোর্টার॥ যে স্বপ্নে কথা শুনিয়েছিলেন সেটা বাস্তব করতে পারেননি। এবার সাফ ফুটবলে চরমভাবে ব্যর্থ হয়েছে লজ্জাজনক হার নিয়ে ফেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপ পর্বেই টানা দুই ম্যাচে আফগানিস্তান (৪-০) ও মালদ্বীপের (৩-১) কাছে বড় পরাজয়ে আগেভাগে বিদায় নিয়ে নেয় শিরোপার প্রত্যাশায় মিশনে যাওয়া বাংলাদেশ। সে কারণে প্রথমবার জাতীয় দলের কোচ হওয়া মারুফুল হক পদত্যাগের ঘোষণা দেন। তবে দেশে ফেরার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নিশ্চিত হয়েছে মারুফুলই থাকছেন জাতীয় দলের কোচ হিসেবে। বুধবার বাফুফে ভবনে সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে মারুফুল সাংবাদিকদের এ কথা জানান। সেক্ষেত্রে আসন্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন মারুফুল। তবে নির্দিষ্ট কোন মেয়াদ ধার্য্য করা হয়নি মারুফুলের। তিনি জানিয়েছেন সভাপতি সালাউদ্দিন তাঁকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। আর সেজন্যই দেশের ফুটবলের কর্ণধারের প্রতি সম্মান জানিয়েই পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করে কোচ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরপর দুই ম্যাচে বাজেভাবে হেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলাদেশ দল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিক নিয়ন্ত্রণ রেখে ভুটানকে ৩-০ গোলে পরাজিত করে যেন কিছুটা নিজেদের ফিরে পায় মারুফুল শিষ্যরা। তবে এর আগেই মারুফুল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দেন। কারণ এবার সাফ ফুটবলে অংশ নিতে কেরলে যাওয়ার আগে তিনি প্রত্যয় জানিয়েছিলেন শিরোপা জয়ের। ২০০৩ সালের পর আর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ ফুটবল আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এমনকি গত দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। সে কারণে কঠিণ চ্যালেঞ্জই ছিল মারুফুলের। তবে সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার যে আশার বাণী সেটাকে কার্যকর করতে পারেননি তিনি শিষ্যদের নিয়ে। জাতীয় দলের কোচ হিসেবে প্রথম মিশনেই ব্যর্থতা, হতাশায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন মারুফুল। অথচ ঘরোয়া আসরে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ট্রেবল জয় করিয়েছিলেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদের মতো বড় দলগুলোর কোচ হিসেবেও সফল ছিলেন তিনি। কিন্তু জাতীয় দলের দায়িত্ব নিয়ে ওই সাফল্যের ছিঁটেফোটা দেখাতে পারেননি। তাই পদত্যাগ।
×