ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইংলিশ আবহাওয়ায় ক্লপ-দর্শনের হোঁচট!

প্রকাশিত: ০৩:২৫, ৩০ ডিসেম্বর ২০১৫

ইংলিশ আবহাওয়ায় ক্লপ-দর্শনের হোঁচট!

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই প্রিমিয়ার লীগের কোচ হিসেবে কয়েক মাস কেটে গেছে জার্গেন ক্লপের। কিন্তু সাফল্য-ব্যর্থতা মিলিয়েই ইপিএলে যাত্রা হয়েছে তার। তবে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে খাপ-খাওয়াতে আঘাতপ্রাপ্ত হচ্ছে তার ফুটবলীয় দর্শন। খোদ জার্গেন ক্লপই জানিয়েছেন তা। এসময় তিনি জার্মান বুন্দেস লীগার চেয়ে প্রিমিয়ার লীগ দ্রুতগতির নয় বলেও মন্তব্য করেছেন। এ বিষয়ে সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের এই কোচ বলেন, ‘ইংলিশ লীগ জার্মান লীগের চেয়ে দ্রুতগতির নয়। কিন্তু এখানে ফুটবলীয় স্টাইলের বৈচিত্রতা রয়েছে। বিশেষ করে আবহাওয়ার কারণে। এই আবহাওয়ার সঙ্গে আমার স্টাইলের খাপ খাইয়ে নিতে হবে।’ এসময় ইংলিশ প্রিমিয়ার লীগের রেফারিদের মধ্যেও ভিন্নতা রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের এই অভিজ্ঞ কোচ। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব লিভারপুল। কিন্তু ব্রেন্ডন রজার্সের বাজে পারফরমেন্সের কারণে তাকে বরখাস্ত করে ক্লপকে নিয়োগ দেন গত অক্টোবরে। অলরেডদের এই কোচ মনে করছেন বুন্দেসলীগারই বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের কোচ পেপ গার্ডিওলার আগমনের ফলে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে যাবে। ফলে টুর্নামেন্টের আরও উন্নতিও ঘটবে। চলতি মৌসুমের শেষে জার্মান লীগ চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ ছেড়ে দেবেন বলে ঘোষণা দেয়া গার্ডিওলার আগামী মৌসুমে ইংল্যান্ডে আগমনের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। আর তার যোগদানের তালিকায় এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। ওই ক্লাবের সঙ্গেই সাবেক বার্সিলোনা কোচের চুক্তি হতে যাচ্ছে বলে সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টে বলা হচ্ছে। তবে গার্ডিওলাকে দলে ভেড়ানোর তৎপরতায় যোগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের আরও দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। চলতি মাসের শুরুতে চেলসি জোশে মরিনহোকে বরখাস্ত করার পর স্থায়ী কোন কোচ নিয়োগ না দেয়ায় সেখানেও গার্ডিওলার যোগ দেয়ার পথ উন্মুক্ত রয়েছে। বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘বাজারে প্রচারিত গুজব যদি সত্যি হয়, যদি ‘বিশ্ব সেরা’ এই কোচ ইংল্যান্ডে পাড়ি জমান, তাহলে লীগের অন্য ক্লাবগুলোর জন্যও প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে যাবে।’
×