ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টি২০ নিয়েই ফোকাস তামিমের

প্রকাশিত: ০৩:২৫, ৩০ ডিসেম্বর ২০১৫

টি২০ নিয়েই ফোকাস তামিমের

স্পোর্টস রিপোর্টার ॥ এখন কোন উপায়ও নেই। সামনে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ হবে। সেটি টি২০ সিরিজ। এরপর দেশের মাটিতে এশিয়া কাপ হবে। সেটিও টি২০ ফরমেটে হবে। টি২০ বিশ্বকাপেতো টি২০ খেলাই হবে। টানা তিনমাস এখন বাংলাদেশকে টি২০ নিয়েই পড়ে থাকতে হবে। তাই টি২০তে ফোকাস করা ছাড়া আর কোন গতিই নেই। তামিম ইকবাল তাই জানালেন। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা (বিএসজেএ) আয়োজিত প্রাণ ফ্রুটো-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন এবং ড্র অনুষ্ঠানে বুধবার বিশেষ অতিথি থাকেন তামিম। সেখানেই জানান, ‘টি২০ ক্রিকেট নিয়েই এখন ফোকাস থাকবে।’ ২০১৫ সালে টানা ক্রিকেট খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাফল্যও পেয়েছে দারুণ। বছর শেষে হল বিপিএল। এরপর মিলেছে লম্বা ছুটি। সবকিছু নিয়েই তামিম জানালেন, ‘সবার জন্যই বিশ্রাম প্রয়োজন ছিল। আমার কাছে মনে হয় শেষ ৫ বছরেও আমার এতো পরিমাণ ক্রিকেট খেলি নাই। যে পরিমাণ ক্রিকেট আমরা এই বছর খেলেছি। এই কারণে বিশ্রামটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা মোটামুটি ভালোই বিশ্রাম পেয়েছি।’ এবার ৩ জানুয়ারি থেকে আবার অনুশীলন ক্যাম্প শুরু হবে। তা নিয়ে তামিম জানান, ‘৩ (জানুয়ারি) তারিখ থেকে আমাদের আবার ক্যাম্প শুরু। আমি নিশ্চিত সবার মধ্যে আবার ভালো খেলার ক্ষুধা থাকবে। সবাই চাইবে ২০১৫ সালের মতো ভালো ক্রিকেট খেলতে। ৩ তারিখ থেকে আমরা সবাই আবার মানসিক ভাবে নিজেদের প্রস্তুত করা শুরু করবো। আমাদের পুরো ফোকাস থাকবে টি২০ ক্রিকেট নিয়ে। সামনে আমাদের যে সব ম্যাচ আছে সেগুলো সব টি২০ ফরম্যাটের। সামনে আমাদের প্রস্তুতিগুলো সেভাবে হবে।’ গেল বছরটি নিয়ে তামিম জানান, ‘আমার জন্য বিশ্বকাপটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেখানে আমি রানে ফিরেছিলাম। বিশ্বকাপের আগে আমি বাজে সময়ের মধ্যে ছিলাম। আমি জানি এই ধরনের সময় আবার সামনে আসবে। সামনে এমন সময় আসলে হয়তো কাজগুলো আমার জন্য সহজ হয়ে যাবে।’ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভূক্তি সম্পর্কে তামিম বলেন, ‘এর আগে জিম্বাবুয়ে সিরিজ। এটা অনেক গুরুত্বপূর্ণ। তবে আমি খুবই খুশি পিএসএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে। বাংলাদেশ থেকে আমরা ৪ জন যাচ্ছি। আমি আশা করবো ওরাও খুব চমৎকার ভাবে টুর্নামেন্ট আয়োজন করবে। যতটুকু শুনছি, যতটুকু দেখছি খুবই ভালো আয়োজন। দুবাইতে হবে। আমি সেখানে এর আগে কখনোই খেলি নাই।’
×