ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাস করি সেথায়...

প্রকাশিত: ০৩:৪১, ৩১ ডিসেম্বর ২০১৫

বাস করি সেথায়...

হাছান তৌফিক পারভেজ আসলেই অন্তরে আমার পাকিস্তান বসবাস করে! মুখে যতই আমি বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলি না কেন, অন্তর থেকে কি পাকিস্তানকে ভোলা যায়! না, ভুলা যায় না। কেননা, আমরা তো জানিই বাংলাদেশী জাতীয়তাবাদ সে তো পাকিস্তানী জাতীয়তাবাদের আরেক রূপ মাত্র। আমরা যারা সেই ’৭১-এর পাকিস্তানকে ভুলিনি, প্রাণের ‘মানুষকে কি এত সহজে ভোলা যায়। তারাই তো সৃষ্টি করেছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। এত ঐতিহ্যগত ও ঐতিহাসিকভাবে সত্য। এ সত্য কি অস্বীকার করা যায় বা এ কী অস্বীকার করার জিনিস। এ যে নির্মম সত্য!। হে পাকিস্তান! ‘এখন তুমি কোথায় আছো কেমন আছো’ মোবাইল কর, মোবাইল কর। নয় তো আমায় তুমি দেখতে আস, দেখতে আস। সকাল-বিকেল অষ্টপ্রহর তোমায় আমার মনে পড়ে। আমার মনে-প্রাণে-অস্তিত্বে/তুমি আছো বসত গেড়ে... তুমি আছো আমার বাস্তবে, জাগরণে, স্বপনে চেতনায়, সাধনায়। মিরপুর, ঢাকা থেকে
×