ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইলেক্ট্রনিক খেলনা

প্রকাশিত: ০৪:৪০, ৩১ ডিসেম্বর ২০১৫

ইলেক্ট্রনিক খেলনা

মোবাইল, ভিডিও গেমস প্রভৃতি ইলেক্ট্রনিক খেলনার ভিড়ে লাটিম, মার্বেল খেলা আজকাল হারাতে বসেছে। শৈশব বা কৈশোরে আমাদের দেশে এক সময় অনেকেই দেশীয় এসব খেলার সঙ্গে পরিচিত ছিল। স্কুল থেকে বাসায় ফিরে বিকেলে খেলার মাঠে, বাড়ির উঠানে কয়েকজন এক সঙ্গে খেলাটি খেলা হতো। নতুন প্রজন্ম এ সব খেলার সঙ্গে প্রায় পুরোপুরি অপরিচিত। বুধবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার কয়েকটি দোকানে লাটিম-মার্বেল বিক্রি করতে দেখা যায় -জনকণ্ঠ মিউজিয়াম শীপ দীর্ঘ ৩৯ বছর সফলতার সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম ও অপারেশনাল কর্মকা- পরিচালনার পর বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র ট্রেনিং ফ্রিগেট বানৌজা ‘ওমর ফারুক’ আনুষ্ঠানিকভাবে ডি-কমিশনিং করে জাহাজটিকে মিউজিয়াম শীপ হিসেবে উদ্বোধন করা হয়েছে। বুধবার নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে নৌবহর হতে ডি-কমিশনিংয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে তিনি জাহাজটিকে মিউজিয়াম শীপ হিসেবে উদ্বোধন করেন। -আইএসপিআর
×