ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ‘এত সুর আর এত গান’ খ্যাত সুবীর সেন

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ ডিসেম্বর ২০১৫

চলে গেলেন ‘এত সুর আর এত গান’ খ্যাত সুবীর সেন

সংস্কৃতি ডেস্ক ॥ জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর সেন আর নেই। গত শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় এই গায়কের কণ্ঠ থেকে বহু জনপ্রিয় গান উপহার পেয়েছেন বাংলা ও হিন্দিভাষী শ্রোতা। তাঁর কালজয়ী গান ‘এত সুর আর এত গান’ এখনও শ্রোতা হৃদয়ে বিশেষ রেখাপাত করে আছে। ক্যান্সারে আক্রান্ত এই শিল্পী কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তার বয়স হয়েছিল ৮১ বছর। পঞ্চাশের দশক থেকে মুম্বাই ও কলকাতার অন্যতম সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন সুবীর সেন, আধুনিক বাংলা গানে এনেছিলেন রোমান্টিকতার ছোঁয়া। তার গাওয়া জনপ্রিয় বাংলা গানের মধ্যে আরও রয়েছে ‘ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন’, ‘মোনালিসা, তুমি কে বলো না’, ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’, ‘হয়তো তোমার অনেক ক্ষতি করেছি’ ইত্যাদি।
×