ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেল্টা স্পিনার্সের মার্জিন ঋণ সুবিধা বন্ধ

প্রকাশিত: ০৭:২৩, ৩১ ডিসেম্বর ২০১৫

ডেল্টা স্পিনার্সের মার্জিন ঋণ সুবিধা বন্ধ

ক্যাটাগরি পরিবর্তন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডের। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আগামী এক মাস কোন ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। সূত্র মতে, ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ডেল্টা স্পিনার্স। এর ফলে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর নতুন ক্যাটাগরির অধীনে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে ডেল্টা স্পিনার্সের শেয়ার লেনদেন। জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোন সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে প্রথম ট্রেডিং দিবস হইতে ত্রিশতম ট্রেডিং দিবস পর্যন্ত উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না। -অর্থনৈতিক রিপোর্টার ডেসকোর এজিএম ২ জানুয়ারি ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই লিমিটেডের (ডেসকো) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ওইদিন ঢাকার মিরপুরের পিএসসি কনভেনশন হলে এই এজিএম অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ডেসকো শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ১০ শতাংশ নগদ। আর ৫ শতাংশ বোনাস। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা। -িঅর্থনৈতিক রিপোর্টার
×