ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নববর্ষ উদযাপনের ভিড়ে ছদ্মবেশী পুলিশ

প্রকাশিত: ১৮:৪০, ৩১ ডিসেম্বর ২০১৫

নববর্ষ উদযাপনের ভিড়ে ছদ্মবেশী পুলিশ

অনলাইন ডেস্ক॥ তুরস্কের ইস্তাম্বুল শহরে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ভিড়ের ভেতর নানা ছদ্মবেশে পুলিশ থাকবে। অপরাধী ধরতে ফাদার ক্রিসমাসের পোশাকে বা জুতো পালিশ ওয়ালা বা প্রেতজেল ফেরিওয়ালার ছদ্মবেশ ধরবে পুলিশ। ইস্তাম্বুলের পুলিশ নিজেরাই সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছে। সান্তা ক্লজের পোশাকের সাথে ক্রিসমাসের সম্পর্ক থাকলেও তুরস্কে এই পোশাক দেখা যায় নববর্ষ উদযাপনের সময়। তুরস্কের দৈনিক মিলিয়েত জানিয়েছে, গত কবছর ধরে পুলিশ নানা ছদ্মবেশে নববর্ষ উদযাপনের ভিড়ের ভেতর থাকছে। শহরের কেন্দ্রে, বিশেষ করে ঐতিহাসিক তাকসিম চত্বরে, নববর্ষ উদযাপনে বহু লোকজন জড় হয়। অনেক রাত পর্যন্ত নাচ-গান হল্লা হয়। এখানে প্রতিবারই মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ কারণেই পুলিশ সাম্প্রতিক বছরগুলোতে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে। ইস্তাম্বুলের কেন্দ্রেই ৩১ ডিসেম্বর রাতে থাকবে পোশাকে বা ছদ্মবেশে পাঁচ হাজার পুলিশ। সারা শহরে থাকবে বিশ হাজার। সূত্র : বিবিসি বাংলা
×