ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ৩ পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: ২০:৪৫, ৩১ ডিসেম্বর ২০১৫

মাদারীপুরে ৩ পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ এখানে ৩ পৌরসভায় কাউন্সিলর নির্বাচিতদের নাম দেওয়া হল। মাদারীপুর পৌরসভা : সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আ. হালিম তালুদকার, ২নং ওয়ার্ডে এইচ.এম.মনিরুজ্জামান আক্তার, ৩নং ওয়ার্ডে বিপ্লব হাওলাদার, ৪নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ডে আজগর বেপারী, ৬নং ওয়ার্ডে সিদ্দিকুর রহমান তালুকদার, ৭নং জাকির হোসেন হাওলাদার, ৮নং ওয়ার্ডে মো. খলিল বেপারী এবং ৯নং ওয়ার্ডে আইয়ুব আলী খান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১নং সংরক্ষিত মহিলা আসনে সাইয়েদা সালমা, ২ নং সংরক্ষিত আসনে ফলক আরা শাহীন এবং ৩ নং সংরক্ষিত আসনে ডেইজী আফরোজ বেসরকারীভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শিবচর পৌরসভা : সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আক্তার হোসেন খান, ২নং ওয়ার্ডে শাহজাহান মোল্লা, ৩নং ওয়ার্ডে শাকিল হোসেন খান, ৪নং ওয়ার্ডে হানিফ খালাসী, ৫নং ওয়ার্ডে বেলায়েত ইবনে ওয়াহেদ, ৬নং ওয়ার্ডে রাজা মিয়া মোল্লা, ৭নং নওয়াব বেপারী, ৮নং ওয়ার্ডে আজিজুল হক এবং ৯নং ওয়ার্ডে আবদুল কাদের খান মিলু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১ নং সংরক্ষিত মহিলা আসনে মলি রায়, ২ নং সংরক্ষিত আসনে আজিমন নেছা এবং ৩ নং সংরক্ষিত আসনে জাহানারা বেগম বেসরকারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কালকিনি পৌরসভা : সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নাসিরউদ্দিন সিকদার, ২নং ওয়ার্ডে অলিল, ৩নং ওয়ার্ডে বি.এম তোফাজ্জেল হোসেন, ৪নং ওয়ার্ডে মেসবাহ-হুল-হক, ৫নং ওয়ার্ডে মো. জসিমউদ্দিন বেপারী, ৭নং মো. গোলাম মস্তফা, ৯নং ওয়ার্ডে আলাউদ্দিন তালুকদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১নং সংরক্ষিত মহিলা আসনে ফুলমতি বেসরকারীভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় ২টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় বাকী ২জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ২জন মহিলা কাউন্সিলর এর নির্বাচন বন্ধ রয়েছে।
×