ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এয়ার কানাডার বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ২২:৩২, ৩১ ডিসেম্বর ২০১৫

এয়ার কানাডার বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক ॥ এয়ার কানাডার একটি বিমান বুধবার ক্যালগ্যারিতে জরুরি অবতরণ করেছে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। বিমানটি সাংহাই থেকে টরেন্টো যাচ্ছিল। এয়ার কানাডা টুইটারে জানিয়েছে, ‘এসি০৮৮ বিমানটির সাংহাই থেকে টরেন্টো যাওয়ার পথে অস্বাভাবিকভাবে দুলতে থাকে । এ জন্য বিমানটি গতিপথ পরিবর্তন করে ক্যালগ্যারিতে নিয়ে যাওয়া হয়।’ এতে আরো বলা হয়, ‘আমরা যাত্রীদের দেখভাল করছি।’ বিমান কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এসি০৮৮ ফ্লাইটটি ৩৩২ যাত্রী ও ১৯ ক্রু নিয়ে যাত্রা শুরু করে। এতে আরো বলা হয়েছে, ‘আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে হবে।’ সিবিসি টেলিভিশন জানিয়েছে, এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছে।
×