ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনার ৫টি পৌরসভায় মেয়র পদে নির্বাচিত যারা

প্রকাশিত: ২২:৩৮, ৩১ ডিসেম্বর ২০১৫

নেত্রকোনার ৫টি পৌরসভায় মেয়র পদে নির্বাচিত যারা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা জেলার পাঁচটি পৌরসভার মেয়র পদে চারটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা সদর পৌরসভায় ২৬ হাজার ৬শ ৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম খান (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত এসএম মনিরুজ্জামান দুদু (ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ৮শ ৪৪ ভোট। মোহনগঞ্জ পৌরসভায় ৮ হাজার ৪শ ১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট লতিফুর রহমান রতন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মাহবুবুন্নবী শেখ (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৩শ ৬৪ ভোট। কেন্দুয়া পৌরসভায় ৭ হাজার ৭শ ১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুল হক ভূঁইয়া (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত শফিকুল ইসলাম শফিক (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৭শ ৩৫ ভোট। মদন পৌরসভায় ৩ হাজার ৭শ ৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান তালুকদার শামীম (নারিকেল গাছ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মাশরিকুর রহমান বাচ্চু(ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৭শ ৪৮ ভোট। দুর্গাপুর পৌরসভায় ৭ হাজার ৮শ ৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আব্দুস সালাম (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাজী জামাল উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৩শ ২১ ভোট।
×