ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিস্ফোরণে নিহত ১৬

প্রকাশিত: ২২:৪০, ৩১ ডিসেম্বর ২০১৫

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিস্ফোরণে নিহত ১৬

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বুধবার ৩টি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, কামিশলি নগরীতে বিস্ফোরণগুলো ঘটে। এসময়ে অন্তত একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিনিধি জানিয়েছেন, একটি খ্রিষ্টান এলাকার রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়েছে। অবজারভেটরির পরিচালক রামি আব্দেল রহমান বলেন, ‘হাসাকেহ্ প্রদেশের কামিশলি নগরীতে তিনটি বিস্ফোরণ ঘটেছে। এদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারী একটি হামলা চালিয়েছে।’ তুরস্ক সীমান্তবর্তী কামিশলি ইরাকের কাছে অবস্থিত। নগরীটি কুর্দি কর্তৃপক্ষ ও সিরীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
×