ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রকাশিত: ২২:৪১, ৩১ ডিসেম্বর ২০১৫

বাকৃবিতে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

বাকৃবি সংবাদদাতা ॥ অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য ও অবমূলায়নের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে পূর্ণদিবস কর্মবিরতি পালন ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা। সেই সাথে শিক্ষক সমাজের কাছে দেওয়া প্রতিশ্রুতির বরখেলাপ করায় অর্থমন্ত্রীর প্রদত্যাগও দাবি করেছেন তাঁরা। জানা যায়, পূর্ণদিবস কর্মবিরতির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে সমাবেশের আয়োজন করে বাকৃবি শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখে শিক্ষক সমিতির সদস্যরা। বক্তারা বলেন, ‘অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের দাবির প্রতিফলন ঘটেনি। অর্থমন্ত্রী শিক্ষকদের কাছে প্রতিশ্রুতি দিলেও তার কোন প্রতিফলন দেখা যায়নি। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মানের আঘাত করেছে।’
×