ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচত পরবর্তী সহিংসতায় ॥ হোসেনপুরে নিহত ১

প্রকাশিত: ২৩:৪৫, ৩১ ডিসেম্বর ২০১৫

নির্বাচত পরবর্তী সহিংসতায় ॥ হোসেনপুরে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার হোসেনপুর পৌরসভায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মাছ ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। বৃস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার অনুষ্ঠিত হোসেনপুর পৌর নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে কাজল মিয়া (উট পাখি) প্রতীক নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। রাতে ফলাফল ঘোষণার পরপর বিজয়ী প্রার্থীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী ওয়াসিম মিয়ার (পানির বোতল) সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় উট পাখি প্রতীকের সমর্থক আবুল কাসেমকে পরাজিত প্রার্থীর লোকজন রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এদিকে তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকালে উভয়পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। হোসেনপুর থানার ইনচার্জ নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছেল বলে ওসি জানান।
×