ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠির টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২০১৬ ব্যাচের উদ্ধোধন

প্রকাশিত: ২৩:৫১, ৩১ ডিসেম্বর ২০১৫

ঝালকাঠির টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২০১৬ ব্যাচের উদ্ধোধন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ঝালকাঠি ট্যানিক্যাল স্কুল এন্ড কলেজে দক্ষন মানব সম্পদ তৈরির লক্ষ্যে স্কিল ফর ইমপ্লইমেন্ড ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের ২০১৬ ব্যাচের উদ্ধোধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় কোর্স উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি টেকনিক্যাল ইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আ: জব্বার। অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম, পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র আফজাল হোসেন। এই কোর্সে আইটি সাপোর্ট টেকনিশিয়ান, গ্রাফিক্স ডিজাইন, সুইং মেশিন অপারেটর, মিড লেভেল সুপার ভাইজার, ইলেকট্রিশিয়ান ৫ টি ট্রেডে ৩০০ ছাত্র-ছাত্রী রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ প্রয়োগ করেছে এবং আমাদের দেশের আগামী প্রজন্মে দেশে ও বিদেশে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তোলার জন্যই কাজ করছে।
×