ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নম্বরপ্লেট স্থাপনের সময় বাড়লো

প্রকাশিত: ০০:১৯, ৩১ ডিসেম্বর ২০১৫

ডিজিটাল নম্বরপ্লেট স্থাপনের সময় বাড়লো

স্টাফ রিপোর্টার ॥ যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্তকরণ (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ সংযোজনের সময় তিন মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এ সময়সীমা বাড়িয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহের নতুন সময় বেঁধে দেয়া হয়েছে। আগের ঘোষণায়, ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে বলা হয়েছিল। ২০১২ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরযানের আরএফআইডি ট্যাগ, রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করেন। রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট বাধ্যতামূলক করার মাধ্যমে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করে অপরাধের হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
×