ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ এশিয়ার মধ্যে ভাল নির্বাচন- ও. কাদের

প্রকাশিত: ০০:২০, ৩১ ডিসেম্বর ২০১৫

দক্ষিণ এশিয়ার মধ্যে ভাল নির্বাচন- ও. কাদের

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী বুধবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে তুলনামূলক ভাল হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, পৗরসভা নির্বাচন নিয়ে বিএনপিসহ অন্যদের সমালোচনার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি বলবো না নির্বাচন খুবই সুষ্ঠু ও সুন্দর হয়েছে। তবে পশ্চিমবঙ্গসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে তুলনামূলক নির্বাচন সুষ্ঠু হয়েছে। বেশিরভাগ পৌরসভায় ও ভোটকেন্দ্রে বিপুল পরিমান মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন। ইতোমধ্যে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা থেকে শুরু করে নিবচ্চন কমিশনের পক্ষ থেকে ৭০ ভাগের বেশি ভোট পড়ার কথা বলা হয়েছে। বুধবার দেশের ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন এ নির্বাচনে কোনোম কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বাতিল হয় নরসিংদীর মাধবদীর পৌর নির্বাচন। ১৮০টি পৌরসভায় নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতাসীন দলের প্রার্থীরা।
×