ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সব ব্লগার হত্যার বিচার দ্রুত হবে : আইনমন্ত্রী

প্রকাশিত: ০০:২০, ৩১ ডিসেম্বর ২০১৫

সব ব্লগার হত্যার বিচার  দ্রুত  হবে : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকান্ডের রায় দ্রুত হওয়া দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বৃহস্পতিবার সচিবালয়ে নিচ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তিনি বলেন, ব্লগার হত্যাকান্ডের ঘটনায় এখনো যেসব মামলা বিচারাধীন সেগুলোরও দ্রুত নিস্পত্তি করা হবে। মন্ত্রী আরও বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাদের সন্ত্রাসী বা মানবতাবিরোধী অপরাধের বিচার করা হলেও দল বা সংগঠন হিসেবে কোনো রাজনৈতিক দলের বিচার করা হয়নি।মানবতাবিরোধী অপরাধে রাজনৈতিক দলের বিচারের জন্য সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের খসড়া আগামী মার্চ মাসে মন্ত্রিসভায় তোলা হবে বলেও জানান তিনি।এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদে এবং বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার বলেছেন, আইনটির সংশোধনীর খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই যাবে মন্ত্রিসভায়। এরপর মন্ত্রিসভা বিলটিতে অনুমোদন দিলে পাসের জন্য সংসদে যাবে।
×