ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এডিপির সফল বাস্তবায়নে প্রয়োজন সঠিক তদারকি

প্রকাশিত: ০১:০৫, ৩১ ডিসেম্বর ২০১৫

এডিপির সফল বাস্তবায়নে প্রয়োজন সঠিক তদারকি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, প্রকল্পের বাস্তবায়ন হার বাড়াতে সঠিক তদারকির প্রয়োজন। এ বিষয়ে সবাইকে গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকের সময় এ তাগিদ দেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ শফিকুর আযম। মন্ত্রী বলেন,বর্তমান বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের যে ধারা তা শতভাগ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে মোটেও আশাব্যঞ্জক নয়। অন্যান্য বছরের ন্যয় মন্ত্রণালয় বা বিভাগের শীর্ষ পর্যায়ের দিকনির্দেশনা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত থাকলে এডিপি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি জানান, এডিপির সফল বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ অবশ্যই অর্জন করাসহ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা গড়ে ৭ দশমিক ৪ শতাংশ অর্জনের জন্য এডিপির পরিপূর্ন ও যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। এজন্য দরকার সচিবদের নিবির তদারকি।
×