ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪ প্রতিষ্ঠানকে অনুদান দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০৪:১২, ১ জানুয়ারি ২০১৬

১৪ প্রতিষ্ঠানকে অনুদান দিল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকা-ের জন্য ১৪টি প্রতিষ্ঠানকে অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ চেক হস্তান্তর অনুষ্ঠানে ‘বাংলাদেশ ব্যংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ হতে প্রতিষ্ঠানগুলোকে তিন কোটি পাঁচ লাখ ৮৯ হাজার টাকার সুপারিশের বিপরীতে দুই কোটি ৩৫ লাখ ৮৯ হাজার টাকার চেক দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ পৌষ ২৫ লাখ, অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ ১০ লাখ, ওয়ান ডিগ্রী ইনিশিয়েটিভ ২০ লাখ, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন ২০ লাখ, ই এডুকেশন বাংলাদেশ ২০ লাখ, সাপ্তাহিক শিক্ষা বিচিত্রা এবং এ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এ্যান্ড স্টাডিজ (এআরডিএস) ২০ লাখ, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮ লাখ, বীর মুক্তিযোদ্ধা বিদ্যুৎ চৌধুরী ফাউন্ডেশন ১০ লাখ, রামকৃষ্ণ মিশন ১৫ লাখ, বাংলাদেশ থ্যালাসিমিয়া হাসপাতাল ২০ লাখ, অন্বেষণ ২০ লাখ, বস ৯ লাখ ৫২ হাজার, এসড ৭ লাখ ৩২ হাজার এবং উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ১৬ লাখ পাঁচ হাজার টাকা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গবর্নর বলেন, গত কয়েক বছর ধরে একটি মানবিক ব্যাংকিং ব্যবস্থা দাঁড় করার চেষ্টা করেছি। আমি লক্ষ্য করেছি, সামাজিক দায়বদ্ধতার জন্য যে আহ্বান জানানো হয়েছিল তাতে প্রায় সব ব্যাংক সাড়া দিয়েছে। আমরাও সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিছু কাজ করার তাগিদ অনুভব করি, যার ফসল এই বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল। সৌদি আরবে জ্বালানির দাম ৪০ শতাংশ বৃদ্ধি বাজেট ঘাটতি পোষাতে দেশের অভ্যন্তরে জ্বালানির দাম ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। চলতি বছরে ৯ হাজার ৪শ’ কোটি ডলার বাজেট ঘাটতিতে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশটি। এর জন্য তেলের দরপতন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও প্রতিবেশী দেশগুলোর অস্থিরতাকে দায়ী করেছেন বাদশাহ সালমান। জ্বালানি তেলের পাশাপাশি ভর্তুকি প্রত্যাহার হচ্ছে বেশকিছু নিয়মিত নাগরিকসেবার ওপর থেকেও। কোন ক্ষেত্রে পেট্রোলের দাম শতকরা ৫০ ভাগ বাড়বে। অবশ্য তাতেও এই মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় সস্তাই থাকবে। দাম বাড়বে ডিজেল, বিদ্যুত এবং পানিরও। -অর্থনৈতিক রিপোর্টার ইসলামী ব্যাংকের কম্বল প্রদান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংককে ১০ হাজার কম্বল প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের গবর্নরের পক্ষে মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামান বৃহ¯পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মোশাররফ হোসাইনের কাছ থেকে এ কম্বল গ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×