ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক প্রকল্পের বরাদ্দ অন্য প্রকল্পে ব্যয় করা যাবে

প্রকাশিত: ০৪:১৩, ১ জানুয়ারি ২০১৬

এক প্রকল্পের বরাদ্দ অন্য প্রকল্পে ব্যয় করা যাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকল্পের বাস্তবায়ন হার বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন দ্রুত ও সহজতর করার জন্য মন্ত্রণালয়ের এক প্রকল্পের অব্যবহৃহ অর্থ প্রয়োজনে একই মন্ত্রণালয়ের অন্য প্রকল্পে খরচ করা যাবে। বর্তমান বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের যে ধারা তা শতভাগ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে মোটেও আশাব্যঞ্জক নয়। অন্যান্য বছরের ন্যায় মন্ত্রণালয় বা বিভাগের শীর্ষপর্যায়ের দিকনির্দেশনা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত থাকলে এডিপি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকের সময় এ তাগিদ দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ শফিকুর আযম। তিনি জানান, এডিপির সফল বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ অবশ্যই অর্জন করাসহ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা গড়ে ৭ দশমিক ৪ শতাংশ অর্জনের জন্য এডিপির পরিপূর্ণ ও যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। এজন্য দরকার সচিবদের নিবিড় তদারকি। কৃষি ব্যাংকের নিট ক্ষতি কমার ক্ষেত্রে বিশাল সাফল্য বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৪-১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ২২ ডিসেম্বর, ২০১৫ তারিখে অনুমোদন করেছেন। ব্যাংক বিগত ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় ২০১৪-১৫ অর্থবছরে ৪৮.৯১ কোটি টাকা পরিচালনাগত ক্ষতি কমিয়েছে যা ব্যাংকের ক্রমবর্ধমান ক্ষতির ধারাকে পাল্টে দিয়েছে। একই সময়ে ব্যাংক ২৭৭৬.২৫ কোটি টাকা নীট ক্ষতি কমাতে সক্ষম হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংকের নিট ক্ষতির পরিমাণ ছিল ২৯৯১.০৫ কোটি টাকা যা ২০১৪-১৫ অর্থবছরে দাঁড়িয়েছে ২১৫.২৫ কোটি টাকা ব্যাংকের শ্রেণীকৃত ঋণ ইতোমধ্যেই ২৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে এসেছে। -বিজ্ঞপ্তি পূবালী ব্যাংকের নতুন এএমডি শফিউল আলম শফিউল আলম খান চৌধুরীকে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের পূর্বে শফিউল আলম খান চৌধুরী ২০১০ সাল থেকে একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি কর্তৃক মনোনীত হয়ে সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। -বিজ্ঞপ্তি
×