ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিভারপুলের ভাগ্যপ্রসূত জয়

প্রকাশিত: ০৫:০৩, ১ জানুয়ারি ২০১৬

লিভারপুলের ভাগ্যপ্রসূত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ান বেনটেকের একমাত্র গোলে জয় দিয়ে ২০১৫ সাল শেষ করেছে লিভারপুল। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের একমাত্র ম্যাচে দ্য রেডসরা ১-০ গোলে হারায় স্বাগতিক সান্ডারল্যান্ডকে। এটি লিভারপুলের টানা দ্বিতীয় জয়। এর আগে গত শনিবার চমক দেখানে লিচেস্টার সিটিকেও একই ব্যবধানে হারায় জার্গেন ক্লপের দল। এই দুই জয়ের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ জয়শূন্য ছিল দ্য রেডসরা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমাণাত্মক খেলতে থাকে অতিথি লিভারপুল। তবে গোলের জন্য তাদের সংগ্রাম করতে হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৬ মিনিটে এ্যাডাম লালানার ফ্লিকে বল পেয়ে জয়সূচক গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড বেনটেকে। এ জয়ে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল। ১৯ নম্বরে থাকা সান্ডারল্যান্ডের পয়েন্ট ১২। লীগের ঠিক মাঝ পথে এসে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। লিচেস্টার সিটির পয়েন্টও ৩৯, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার। পঞ্চম স্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ৩১। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন বছরে মাঝমাঠের শক্তি বাড়াতে জানুয়ারির দল বদলে আর্সেনাল খেলোয়াড় কিনবে বলে জানিয়েছেন দলটির কোচ আর্সেন ওয়েঙ্গার। দীর্ঘদিন শিরোপা না পাওয়া দলটি এবার ইপিএলের ট্রফি জিততে মরিয়া। গত মৌসুমেও শেষদিকে এসে খেই হারিয়ে শিরোপা জেতা হয়নি। এবার সেই ভুল করতে চায় না গানার্সরা। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৬ সালে আর্সেনাল প্রথম চুক্তি করতে পারে মিসরের মিডফিল্ডার মোহামেদ এলনেনির সঙ্গে। এ প্রসঙ্গে ওয়েঙ্গার বলেন, আপনারা আমার চেয়েও বেশি জানেন। দুর্ভাগ্যবশত, এখনই এই খেলোয়াড় সম্পর্কে আমরা কিছু ঘোষণা করতে পারি না। কারণ কিছুই চূড়ান্ত হয়নি। আর্সেনাল কোচ বলেন, আমি এক মাস আগেই বলেছি, সব ধরনের প্রতিযোগিতায় খেলার জন্য আমাদের কিছুটা ঘাটতি আছে। বিশেষ করে মাঝমাঠে। আর্সেনালের মাঝমাঠের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ফ্রান্সিস কোকিলিন, সান্টি ক্যাজোরলা ও জ্যাক উইলশেয়ার চোটের কারণে মাঠের বাইরে আছেন। এই তিনজনের অভাব পূরণ করতেই মিডফিল্ডার কিনতে মরিয়া ২০০৩-০৪ মৌসুমের পর আবার লীগ শিরোপা জয়ের স্বপ্ন দেখা আর্সেনাল।
×