ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোহামেডানের ক্রিকেট উৎসব

প্রকাশিত: ০৫:০৪, ১ জানুয়ারি ২০১৬

মোহামেডানের ক্রিকেট উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালনায় ‘মোহামেডান ক্রিকেট একাডেমির প্রশিক্ষানার্থীদের’ নিয়ে দুই দিনব্যাপী ক্রিকেট উৎসব আজ ও শনিবার মতিঝিলের ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। একাডেমির দুই শতাধিক প্রশিক্ষাণার্থী এ ক্রিকেট উৎসবে অংশ নেবে। ক্রিকেট উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে উপস্থিত থাকবেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেট উৎসবের দ্বিতীয় ও শেষ দিন সন্ধ্যায় আয়োজন করা হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের প্রখ্যাত শিল্পীরা অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবেন। দলের নৈপূণ্যে সন্তুষ্ট কুক স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের শুরুটাই দারুণ হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টেই ২৪১ রানের বড় ব্যবধানে জিতে চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। ইংলিশদের ব্যাটিং-বোলিং সবকিছুই দুর্দান্ত ছিল। যদিও ডারবান টেস্টে অপরিহার্য পেসার জেমস এ্যান্ডাসন খেলতে পারেননি, কিন্তু বাকি বোলাররা তার অভাবটা টের পেতে দেননি। এ কারণে দলের ওপর দারুণ সন্তুষ্ট অধিনায়ক এ্যালিস্টার কুক। কুক মনে করেন বোলিং সহায়ক উইকেটে ব্যাটসম্যানদের দৃঢ়তার কারণেই জয় পাওয়া সম্ভব হয়েছে। কুক এই ধারাবাহিকতা রাখতে চান পুরো সিরিজেই। ডারবান টেস্টের শেষদিনে দুর্দান্ত বোলিং করেছেন ইংলিশ বোলাররা। চতুর্থ দিনটা দারুণভাবে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা, দিনশেষে ৪ উইকেটে ১৩৬ রানে। কিন্তু পঞ্চম দিনে ইংলিশ পেস ও স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়া প্রোটিয়ারা দ্রুতই মুখ থুবড়ে পড়ে। মাত্র ৮০ মিনিটেই ৬ উইকেট তুলে নেয় ইংল্যান্ড। মাত্র ৩৮ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি অফস্পিনার মঈন আলী। তিনি দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১৬ রান খরচা করে নিয়েছেন ৭ উইকেট। তবে বোলারদের চেয়ে জয়ের কৃতিত্বটা ব্যাটসম্যানদেরই দিয়েছেন অধিনায়ক কুক। তিনি মনে করেন বোলিংবান্ধব উইকেটে যদি ব্যাটসম্যানরা ধৈর্যটা না দেখাতে পারতেন তবে জেতা সম্ভব হতো না।
×