ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিল কসবির বিরুদ্ধে যৌন পীড়নের অভিযোগ

প্রকাশিত: ০৬:২৮, ১ জানুয়ারি ২০১৬

বিল কসবির বিরুদ্ধে যৌন পীড়নের অভিযোগ

যৌন হয়রানির মামলায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডি অভিনেতা বিল কসবির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ফিলাডেলফিয়ার একটি আদালতে হাজির হয়ে ১০ লাখ ডলারে জামিন নিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। কসবির বিরুদ্ধে ২০০৪ সালে এক নারীকে অচেতন করে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। আদালতে এ অভিযোগের সংক্ষিপ্ত শুনানির পর জামিন পান তিনি। তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন আরও বেশ কয়েকজন নারী। ২০০৫ সালে আন্দ্রেয়া কন্সস্ট্যান্ডের দায়ের করা ওই অভিযোগকে আমলে নিয়ে অভিযোগপত্র দেয়া হলো। যদিও অজ্ঞাত পরিমাণ আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতেই ৭৮ বছর বয়সী কসবির বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়া হলো। আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে কসবি কোন মন্তব্য করেননি। ৪৪ বছর বয়সী আন্দ্রেয়া কন্সস্ট্যান্ড দাবি করেন, এর আগেও কয়েক ডজন নারীর অভিযোগ গণমাধ্যমে উপেক্ষিত থেকে গেছে। কন্সস্ট্যান্ড বলেন, মার্কিন সাবেক টিভি তারকা কসবি তার ফিলাডেলফিয়ার বাড়িতে চেতনানাশক ওষুধে অজ্ঞান করে তাকে যৌন পীড়ন করেন। ওই অভিযোগের পর থেকেই মডেলিং জগতের অনেক নারীই কসবির বিরুদ্ধে অভিযোগ করেন। সবই প্রায় একই ধরনের অভিযোগের কাহিনী। কিন্তু কয়েক দশক আগে ঘটে যাওয়া ওই সব ঘটনায় এখন আর অভিযোগ আনা যাচ্ছে না। তবে এই অভিযোগের ক্ষেত্রে সেটি ঘটছে না। অবশ্য কসবি কোন ধরনের নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, চেতনানাশক ওষুধ দেয়ার বিষয়টি তাদের অজান্তে ঘটেনি। আগামী ১৪ জানুয়ারি প্রাথমিক শুনানির জন্য আবার তাকে আদালতে হাজির হতে হবে। দ্বিতীয় পর্যায়ের গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত কসবির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫ থেকে ১০ বছর কারাদণ্ড এবং ২৫ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে। অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে কসবি সাত নারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। খবর বিবিসির।
×