ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাছ দিয়ে বর্ষবরণ

প্রকাশিত: ০৬:২৯, ১ জানুয়ারি ২০১৬

মাছ দিয়ে বর্ষবরণ

বর্ষবরণের প্রস্তুতি হিসেবে মাছ কিনছেন এক ইতালীয়। ইতালির নেপলস শহরে পোর্তা নোলানায় নববর্ষের আগে ঐতিহ্যবাহী মাছবাজার সারারাত খোলা থাকে। ভূমধ্যসাগরের তীরবর্তী শহরটির বাসিন্দারা সাধারণত মাছ দিয়ে নতুন বছর বরণ করে থাকে। শহরের ৫০টি হোটেল, রেস্তরাঁ বা ক্লাবে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। বর্ষবরণ উপলক্ষে অন্যান্য আনন্দ উৎসবে মাছ একটি গুরুত্বপূর্ণ আইটেম। -এএফপি লাতিন আমেরিকায় বন্যা আবহাওয়ার বৈরিতা এখন মোকাবেলা করছে লাতিন আমেরিকার কয়েকটি দেশ। প্যারাগুয়ে চলছে ভয়াবহ বন্যা।বন্যাকবলিত প্যারাগুয়ের আলবার্দি শহরের বাসিন্দাদের জিনিসপত্র সরিয়ে নিতে সহায়তা করছে সামরিকবাহিনীর সদস্যরা। ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় লাতিন আমেরিকান দেশ প্যারাগুয়ে, আর্জেন্টিনা, উরুগুয়ে ও ব্রাজিলের এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে -এএফপি
×