ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর সাত নম্বর পিলারের দু’নম্বর পাইলের কাজ শুরু

প্রকাশিত: ০৮:৩১, ১ জানুয়ারি ২০১৬

পদ্মা সেতুর সাত নম্বর পিলারের দু’নম্বর পাইলের কাজ শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর মূল কাজে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। সাত নম্বর পিলারের আলোচিত তিন নম্বর পাইল স্থাপন হয়ে গেছে। এরই মধ্য দিয়ে সেতুর প্রথম মূল পাইলটি পদ্মার তলদেশে সফলভাবে স্থাপিত হলো। এটি স্থাপন শুরুর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী গত ১২ ডিসেম্বর মূল কাজ উদ্বোধন করেছিলেন। পাইলটি ৭০ মিটার মাটির নিচে প্রবেশ করানো হয়েছে। পরক্ষণেই সাত নম্বর পিলারের দুই নম্বর পাইলের কাজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে। প্রথম দিনে পাঁচ মিটার মাটির নিচে দাবানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এই তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, একই সঙ্গে ছয় নম্বর পিলারে পাইল স্থাপনে স্ট্রেজ তৈরিও শুরু হয়েছে। শীঘ্রই ছয় নম্বর পিলারে পাইল স্থাপনও শুরু হবে। এদিকে নদী শাসনেরও অগ্রগতি রয়েছে। জিও ব্যাগ ডাম্পিং সম্পন্ন হয়েছে। বিদায়ী ২০১৫ সালের শেষদিনের তথ্য অনুযায়,ী মূল সেতুর কাজ সম্পন্ন হয়েছে সাড়ে ১৭ শতাংশ, নদী শাসন ১৪ শতাংশ, সার্ভিস এরিয়া, মাওয়া এবং জাজিরা এ্যাপ্রোচ রোডের কাজ সম্পন্ন হয়েছে ৬০ শতাংশ। সব মিলিয়ে গড়ে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলো প্রায় ২৮ শতাংশ।
×