ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিপেইডে সর্বোচ্চ রিচার্জ সীমায় পরিবর্তন আসছে

প্রকাশিত: ১৮:৩২, ১ জানুয়ারি ২০১৬

প্রিপেইডে সর্বোচ্চ রিচার্জ সীমায় পরিবর্তন আসছে

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশে মোবাইল ফোনে এক দিনে সর্বোচ্চ পাঁচশো টাকা রিচার্জের নির্দেশনায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অবৈধ ভিওআইপি বন্ধে মঙ্গলবার বিটিআরসি প্রিপেইড সংযোগে সর্বোচ্চ রিচার্জের সীমা বেঁধে নির্দেশনা জারি করেছিল। সংস্থার চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, গ্রাহক এবং মোবাইল অপারেটরদের অসুবিধার কথা বিবেচনা করেই নির্দেশনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির জানান, নতুন সিদ্ধান্তের মাধ্যমে গ্রাহকের মোবাইল ডাটা ব্যবহারের সুযোগ বহুলাংশে হ্রাস পাবে। এছাড়া, এক্ষেত্রে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো থেকে দেয়া সরকারী সেবা প্রদান বাধাগ্রস্ত হবে। সেই সাথে বিপদে পড়বে ঐসব কেন্দ্রে কাজ করে স্বাবলম্বী হয়েছেন এমন কর্মজীবী মানুষেরাও। সূত্র : বিবিসি বাংলা
×