ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

প্রকাশিত: ২০:৩৯, ১ জানুয়ারি ২০১৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

অনলাইন রিপোর্টার ॥ মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে শুক্রবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের সবচেয়ে বড় এই বাণিজ্য আসরের আয়োজন করতে যাচ্ছে। মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবাসামগ্রীর প্রদর্শনের জন্য সাড়ে পাঁচ শতাধিক স্টল ও প্যাভিলিয়ন রাখা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় যাতায়াত করতে পারবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য (টিকিট মূল্য) ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তাদের ৩৮টিসহ ৪৯৭টি দেশি স্টল ও ৫৩টি বিদেশি প্রতিষ্ঠানের ৫৬টি স্টল রয়েছে।
×