ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ

প্রকাশিত: ২২:২১, ১ জানুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ভর্তিকৃত ২০টি বিভাগের ১ হাজার ৪’শ ৩০জন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ফুল ও নতুন বছরের পঞ্জিকা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মাদ ফায়েক উজ্জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে রেজিষ্ট্রার প্রফেসর ড. নুরুদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ শাহজাহান, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম আলাউদ্দীন, জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবদুর রহিম খান ও নবীন বরণ উদ্্যাপন কমিটির সভাপতি ঈশিতা রায় সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ বক্তব্য রাখেন।
×