ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেবি হাই স্কুলে পাঠ্যপুস্তক উৎসব

প্রকাশিত: ২২:৩২, ১ জানুয়ারি ২০১৬

কেবি হাই স্কুলে পাঠ্যপুস্তক উৎসব

বাকৃবি সংবাদদাতা ॥ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই পাঠ্যপুস্তক হাতে পেয়ে উচ্ছলিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলের (কে.বি স্কুল) প্রায় ১৩০০ শিক্ষার্থী। শুক্রবার সকাল ৯টার দিকে পাঠ্যপুস্তক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। স্কুল কো-কারিকুলাম বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহফুজা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে.বি স্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দীন। এর আগে পাঠ্যপুস্তক উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাকদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে।
×